মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : “তামাক মুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে জয়পুরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলেক্ষ্যে মঙ্গলবার (৩১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, সহকারী কমিশনার (এক্সিকিউটিভ) ম্যাজিষ্ট্যাট শাইখা সুলতানা, আজাহারুল ইসলাম, বেতবতী মিস্ত্রী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতী রায় সহ প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগন।
কিউএনবি/আয়শা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১