ডেস্কনিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও হাইকোর্ট এলাকায় ছাত্রলীগের সাথে সংঘর্ষে কমপক্ষে ১০ জন ছাত্রদল নেতা কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতদের মধ্যে ঢাকা কলেজের সভাপতি শাহিন, ইডেন কলেজের যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস, ঢাকা কলেজের ইজাবুল মল্লিক ও জগন্নাথের আসাদুজ্জামান আসলাম, নাহিদ চৌধুরী, ওহেদুজ্জামান তুহিন, রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সালেহ আদনান, আতাউর ও সরকারী কবি নজরুল কলেজের সহ-সভাপতি শামিমের নাম জানা গেছে।
ইডেন কলেজের যুগ্ম আহ্বায়ক আহত জান্নাতুল ফেরদৌস নয়া দিগন্তকে বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আমরা হাইকোর্ট থেকে দোয়েল চত্বরের দিকে যাওয়ার সময় ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়। আমাদের রড দিয়ে মেরে পুরো শরীর থেতলে দেয়।
দুপুর ১টা ২০ মিনিটে কাকরাইল ইসলামী ব্যাংক হসপিটালে আহতদের খোঁজ খবর নিতে আসেন বিএনপি’র প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী।
এসময় তিনি ছাত্রলীগের এই হামলাকে বর্বর উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিপুল/২৬.১০.২০২২ খ্রিস্টাব্দ/ বিকেল ৪.০০