আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরের দুটি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ভাদিম লিয়াখ। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মেয়র ভাদিম লিয়াখ বলেছেন, কর্তৃপক্ষ এর ফলে ক্ষয়ক্ষতি নিরূপণ করছে।
মঙ্গলবার ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের একটি প্রতিবেদন অনুসারে, রাশিয়ানরা স্লোভিয়ানস্কের উত্তরে ওলেক্সান্দ্রিভকা এবং শ্যান্ড্রিহোলভের বসতিগুলোর চারপাশে ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করছিল। এই অঞ্চলে প্রায় দুই সপ্তাহ ধরে প্রায় অবিরাম যুদ্ধ চলছে, তবে রুশ বাহিনী ওখানে ন্যূনতম অগ্রগতি করেছে বলে মনে হচ্ছে।
সূত্র: সিএনএন।
কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৩২