আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে আরো চার হাজার কোটি ডলারের সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত একটি বিলের অনুমোদন দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ভোট দিয়েছে ৩৬৮ জন। তবে বিপক্ষে ভোট পড়েছে ৫৭টি। বিলটি এখন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের অনুমোদনের জন্য পাঠানো হবে।
দিন কয়েক আগেই ইউক্রেনকে সহায়তার জন্য তিন হাজার ৩০০ কোটি অতিরিক্ত সহায়তায় অনুমোদন দেওয়ার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন আইনপ্রণেতারা এই সামরিক ও মানবিক সহায়তা তহবিল আরো বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, এই সহায়তা প্যাকেজে প্রশিক্ষণ, অস্ত্র, সামরিক সরঞ্জাম সহ ৬০০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র।
সূত্র: রয়টার্স।
কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:২৩