মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকাকে গণধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ওই কলেজের শিক্ষক -শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১ টায় জয়পুরহাট সরকারি কলেজ মাঠে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশিস দত্ত, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল জলিল, উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সঞ্জয় চন্দ্র মন্ডলসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। মানববন্ধনে গণধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।
কিউএনবি/আয়শা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:০৫