এম এ সাজেদুল ইসলাম(সাগর), নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চার উপজেলার বিএনপি,র নেতাকর্মীদের নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন কেন্দ্রীয় কমিটির সহঃ সভাপতি অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট এই চার উপজেলার বিএনপি’র নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি’র ভাইস চেয়াম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
গত বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে উপজেলা ও পৌর বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খালেকুজ্জামান বাবু, আখতারুজ্জামান জুয়েল,বক্তিয়ার আহম্মেদ কচি, হাকিমপুর উপজেলা বিএনপি”র সভাপতি ফেদৌস রহমান,সাধারাণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্প, বিরামপুর উপজেলার সভাপতি মিয়া মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মনজুর এলাহি রুবেল চৌধুরি,নাবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,ঘোড়াঘাট উপজেলা সভাপতি শামিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ সহ দিনাজপুর জেলার আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক মোঃ মোফাজ্জল হোসেন (দুলাল) সদস্য মোঃ আতিকুর রহমান (রাজা) নবাবগঞ্জ উপজেলা শাখার সহঃ সভাপতি মোঃ নজরুল ইসলাম, চার উপজেলার যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল মহিলা দলের সকল নেতাকর্মীরা নবাবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দলের সাজ্জাদ আল মামুন, ছাত্র দলের আহ্বায়ক মোঃ মুক্তাদির রহমান (বকুল) উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহঃ সভাপতি ডা. এ. জেড এম অধ্যাপক জাহিদ হোসেন বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুষ্ঠু ও নিরপক্ষভাবে দেশে কাউন্সিল করা হবে। প্রকৃত ত্যাগী নেতারা যেন কমিটিতে স্থান পায়।
কিউএনবি/আয়শা/৬ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:৩৭