
মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের নেতৃত্বে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর পরে একে একে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, পৌরসভা, হিলি স্থলবন্দর, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকল নিহতদের স্মরনে বিশেষ দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। পরে হাকিমপুর সরকারী কলেজ মাঠে বিভিন্ন স্কুলের শিক্ষাথীরা ডিসপ্লে প্রদর্শন করেন। ডিসপ্লেতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রধম স্থান অধিকার করে ডলি মেমোরিয়াল স্কুল। এছাড়াও ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় সেখানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর মেয়র জামিল হোসেন, সহকারি পুলিশ সুপার শরিফুল ইসলাম, থানার ওসি খায়রুল বাশার শামীমসহ অনেকে উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪