খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা শিক্ষক সমিতি ও নড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নির্দেশ উপেক্ষা করে বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধনে অংশগ্রহণ করলেন পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। ২৩ মার্চ বুধবার বেলা ১১টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা শিক্ষক সমিতি ১১ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন, বিক্ষোভ ও প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করার জন্য সমাবেশ আয়োজন করেন।
সেই লক্ষে বিদ্যালয় খোলা রেখে জেলার এমপিও ভুক্ত সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষকদের সভাস্থলে উপস্থিত থাকার জন্য আহবান জানান শিক্ষক সমিতি। কিন্তু পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম স্যার বিদ্যালয় বন্ধ করে সকল শিক্ষকদের নিয়ে সভাস্থলে চলে যান। নোটিশ ছাড়া বিদ্যালয় বন্ধ রাখায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে আবার ফিরে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম স্যার মুঠোফোনে জানায়, দাবী আদায়ের লক্ষে এমপিও ভুক্ত শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে থাকতে বলেছে তাই সকল শিক্ষক কর্মচারীদের নিয়ে সভাস্থলে চলে এসেছি। শিক্ষা অফিসের কোন অনুমতির প্রয়োজন মনে করিনি। অনুমতির প্রয়োজন থাকলে শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ শিক্ষা অফিসারের কাছ থেকে অনুমোতি নিবেন। জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামাল বলেন, আমরা বিদ্যালয় খোলা রেখেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি।
আমার বিদ্যালয়সহ জেলার সকল বিদ্যালয় খোলা ছিল। কেউ যদি নিজ দায়িত্বে বিদ্যালয় বন্ধ রাখে তা সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের ব্যক্তিগত বিষয়। নড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ রায় বলেন, বুধবার বিদ্যালয় বন্ধ রাখার যুক্তিসংগত কোন কারণ নাই। শিক্ষা অফিসকে অবগত না করে কেন বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
কিউএনবি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪