মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
এ সময় আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, সানোয়ার হোসেন, সহ-সভাপতি জাহিদুল আলম বেনু, মীর রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল ও সাধারণ সম্পাদক পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব সহ জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক মন্ডল ও সাধারণ সম্পাদক পদে জিহাদ মন্ডল নির্বাচিত হন। সম্মেল শেষে সভাপতি পদের পার্থী পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব সমর্থনরা নতুন কমিটি ঘোষনার পরপরই হৈচৈ হট্টগোল শেরু করে এবং সম্মেলনের চেয়ার-টেবিল ভাংচুর করে সংঘর্ষে জড়াইতে চাইলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।
কিউএনবি/আয়শা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০১