বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বাঊরগাতী গ্রামের দুইবন্ধু মিলে বান্দবীর সাথে দেখা করতে গিয়ে, ঈঁদুরের ফাদে পরে সুমন খন্দকার (১৮) নিহত ও অপরবন্ধু সিফাত বেপারির (১৬) হাত ভেঙ্গে দিয়েছে কিশোরী বান্ধবীর বাবা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে আজ ৮মার্চ মঙ্গলবার দুপুরে নিহতের চাচা ইউনুচ খন্দকার বাদী হয়ে এবং ফাদ মালিক আবুল মীর সহ দুইজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইউপি সদস্য মোঃ সবুজ খান জানান, দুইবন্ধু বান্দবীর সাথে দেখা করতে গেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতের চাচা ও মামলার বাদী ইউনুচ খন্দকার জানান, নিহত সুমনের বাবা ও মা দুবাই প্রবাসি সুমনেরও আগামী এক মাসের মধ্যে দুবাই যাওয়ার সব প্রস্ততি সম্পন, এর মধ্যেই এ ঘটনা। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন এ প্রতিনিধিকে জানান,নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
কিউএনবি/আয়শা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫১