
আন্তর্জাতিক ডেসক্ : মস্কো গিয়ে তিন ঘণ্টা ধরে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তার পর সেখান থেকে জার্মানি গিয়ে শলৎসের সঙ্গে বৈঠক করেন। ইসরাইলের প্রধানমন্ত্রীর এ দৌড়ঝাঁপ কী রাশিয়া-ইউক্রেনের সংঘাত বন্ধ করার উদ্যোগী, নাকি এর পেছনে অন্য কোনো্ উদ্দেশ্য আছে তা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছেন। খবর ডয়েচে ভেলের।
নাফতালি বেনেট গত শনিবার মস্কোতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টা ধরে কথা বলেন। তার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও তার ফোনে কথা হয়। পরে মস্কো থেকে বার্লিনে আসেন বেনেট। জার্মানির চ্যান্সেলর শলৎসের সঙ্গে তিনি দেড় ঘণ্টা ধরে আলোচনা করেন।
মস্কোয় পুতিন-বেনেট বৈঠকের পর ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেন নিয়েই দুই নেতার কথা হয়েছে। মস্কোয় বেনেট রুশ ভাষা জানা তার মন্ত্রিসভার সদস্য এলকিনকেও সঙ্গে করে নিয়ে গেছিলেন। এলকিনের জন্ম ইউক্রেনে। আর শলৎসের সঙ্গে আলোচনার পর জার্মান সরকারের মুখপাত্র জানিয়েছেন, দুই নেতাই চান ইউক্রেনে সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হোক।
জেলেনস্কি বলেন, তিনি এ আলোচনা চালিয়ে যেতে চান। রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক আছে ইসরাইলের। তা ছাড়া রাশিয়া সিরিয়া যুদ্ধের সঙ্গেও জড়িত। সিরিয়া হলো ইসরাইলের প্রতিবেশী দেশ। দ্য টাইমস অব ইসরাইলের সম্পাদক ডেভিড হরোভিটজ জানিয়েছেন, বেনেটের এই সফর ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইসরাইল চায় রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে।
কিউএনবি/আয়শা/৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩