
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলা সমর্থন করছেন না বহু রুশ। যুদ্ধবিরোধী বিক্ষোভও চলছে। পর্যবেক্ষণ গোষ্ঠী ওভিডি-ইনফো জানিয়েছে, রাশিয়ার ২১টি শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। ছয় শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পর্যবেক্ষণ গোষ্ঠীটি জানিয়েছে, কারাবন্দি নেতা আলেক্সি নাভালনি ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রুশদের প্রতি আহ্বান জানালে তাঁরা রাস্তায় নেমে আসেন।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গোষ্ঠীটি আরো জানিয়েছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক শহরে দুই শতাধিক বিক্ষোভকারী আটক হয়েছেন। নাভালনি আহ্বান জানিয়েছেন, মস্কোর স্থানীয় সময় দুপুর ২টায় রাশিয়ার শহরগুলোর প্রধান স্থানগুলোতে যেন বিক্ষোভ করা হয়। তাঁর আহ্বানে সাড়া দিয়ে রুশরা রাস্তায় নেমে আসেন। রাশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ থেকে গণহারে ধরপাকড় চালানোর রেওয়াজ রয়েছে। ইউক্রেনে হামলা শুরুর পর ১১ দিনে রাশিয়ায় আট হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তাঁরা ইউক্রেনে রুশ আগ্রাসনবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন।
সূত্র: বিবিসি।
কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৭