আরেক দফা ‘সন্ত্রাসবাদী পরিকল্পনা’ শুরু করল রাশিয়া : ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী
Reporter Name
Update Time :
রবিবার, ৬ মার্চ, ২০২২
৬৮
Time View
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলার ১১তম দিন চলছে। ইউক্রেনের একজন উপপ্রধানমন্ত্রী বলেছেন, রাশিয়া আরেক দফা ‘সন্ত্রাসবাদী পরিকল্পনা’ শুরু করেছে। উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশনিয়া বলেছেন, পরিস্থিতি আরো গুরুতর হয়ে উঠছে। ইউক্রেনের শহরগুলোর হাসপাতাল এবং কিন্ডারগার্টেনে গোলা নিক্ষেপ করা হচ্ছে।
তিনি আরো বলেছেন, আগ্রাসন প্রতিহত করার জন্য ইউক্রেনের দৃঢ় সংকল্প সত্ত্বেও এটি করা হচ্ছে। সৈন্যদের প্রাণহানিসহ রাশিয়ার ‘বিশাল ক্ষয়ক্ষতি’ ভ্লাদিমির পুতিনকে নিরস্ত করছে না। বরং আরো আগ্রাসী হয়ে উঠতে তিনি উৎসাহী হচ্ছেন বলেও অভিযোগ করেছেন ওলহা। জাতিসংঘের শরণার্থীবিষয়ক দূত ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, গত ১০ দিনে ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে। তিনি বলেছেন, রাশিয়া হামলা শুরুর পর ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে গেছে। সূত্র : বিবিসি।