
ডেস্কনিউজঃ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে টানা নবম দিনের মতো চলছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। এরি মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিনবার হত্যাচেষ্টা করা হয়েছে। তবে ইউক্রেনের কর্মকর্তারা হত্যাকারীদের সম্পর্কে অবহিত হওয়ার পর এসব চক্রান্ত নস্যাৎ করা হয়েছিল। দ্য টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যার জন্য দুটি ভিন্ন হত্যাকারী দল পাঠানো হয়েছিল। এগুলো হচ্ছে ওয়াগনার গ্রুপ ও চেচেন বিদ্রোহীরা।
ওয়াশিংটন পোস্টের মতে, প্রত্যেক বারই রাশিয়ার গুপ্তচর সংস্থা এফএসবি-র সহায়তায় জেলেনস্কিকে হত্যার ছক বানচাল হয়ে যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কিকে হত্যার জন্য ইউক্রেনকে কাদিরোভাইটদের একটি ইউনিট সম্পর্কে সতর্ক করে এফএসবি। এটি
অভিজাত চেচেন বিশেষ বাহিনী।
রিপোর্টে ইউক্রেনে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব ওলেক্সি দানিলভকে উদ্ধৃত করে বলেছে, এই ইউনিটগুলি ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে চেচেন বিশেষ বাহিনী নিহত হয়।
এছাড়া ওলেক্সি দানিলভ বলেন, আমি বলতে পারি আমরা এফএসবি থেকে এসব তথ্য পেয়েছি। যারা আজ এই রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিতে চায় না।
তবে ইউক্রেনের এই দাবি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
কিউএনবি/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ১১:২৯