খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২২ এর আগামী ২৬ জানুয়ারী শনিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে এডভোকেট মোঃ রাশিদুল হাসান (মাছুম) কে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সহকারী প্রধান নির্বাচন কমিশন করা হয়েছে এড. মোঃ শাহ্ আলম, এড. জামাল ভূইয়া, এড. মোঃ মোয়াজ্জেম হোসেন ও এড. মোঃ তারিকুল ইসরাম সোহাগকে। এই নির্বাচন কমিশন গত ১৪ ফেব্রুয়ারী চুড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন এড মোঃ জহিরুল ইসলাম ও এড. মোঃ লুৎফর রহমান ঢালী। সিনিয়র সহ-সভাপতি পদে এড. মুহাঃ কামরুল হাসান, এড. অমিত ঘটক চৌধুরী ও মোঃ ছাইদুর রহমান ছাইদ। সধারণ সম্পাদক পদে এড. মোঃ আবু সাঈদ ও এড. মোঃ তাজুল ইসলাম। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এড. মোহাম্মদ কবির হোসেন, এড. মনিরুজ্জামান (দিপু) ও এড. সেলিম আহমদ। অর্থ সম্পাদক পদে এড. মোঃ আবুল কাশেম সরদার ও এড. মোঃ মেহেরুন নেছা খানম (সুইটি)।
লইব্রেরী সম্পাদক পদে এড. মঈনুল ইসলাম অদুদ ও এড. মোঃ খবির উদ্দিন। সদস্য পদে এড. আসাদুল ইসলাম শুভ্র, এড. আবুল কাশেম ফজলুল হক, এড. মোঃ নজরুল ইসলাম, এড. মোঃ জসিম উদ্দিন, এড. দেলোয়ার হোসেন রাজু, এড. রাশিদা মির্জা, এড. আজিজুর রহমান রোকন ও এড. আতাউর রহমান সোহেল।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে এড. জালাল আহমেদ সবুজ, যুগ্ম সম্পাদক পদে এড. নুরুল হক ও অডিটর পদে এড. বজলুর রহমান।
কিউএনবি/অনিমা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১০