মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট জলা প্রতিনিধি : জয়পুরহাট সদরর মাহাম্মদাবাদ ইউপির তঘর বিশা এলাকার ফসলর মাঠ থক মীর হাসন (২৫) নাম এক ট্রাক্টর চালকর মৃতদেহ উদ্ধার করছ পুলিশ। ৬ ফেব্রুয়ারি রবিবার সকাল জয়পুরহাট সদর উপজলার তঘর বিশা এলাকা থক ওই ট্রাক্টর চালকর মরদহ উদ্ধার করা হয়। জয়পুরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করছন।
নিহত মীর হাসন জয়পুরহাট সদর উপজলার তঘর বিশা এলাকার ইয়াসিন আলীর ছল। ওসি আলমগীর জাহান জানান, মীর হাসনক রাত দুর্বত্তরা মাবাইল ফান ডক নিয় তাক শ্বাসরাধ হত্যার পর সখান লাশ ফল রখ পালিয় যায়। সকাল কষকরা মাঠ কাজ করত গিয় লাশ দখত পয় পুলিশ খবর দয়। পর ঘটনা¯ল থক পুলিশ লাশ উদ্ধার কর মর্গ পাঠায়। তিনি আরও জানান, লাশ উদ্ধারর পর থক পুলিশ এই ঘটনায় জড়িতদর গ্রপ্তারর জন্য মাঠ নমছ। এ বিষয় থানায় মামলা দায়রর প্র¯তি চলছ বলও জানান তিনি।
কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৬