রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

কাল দেশের যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১১ Time View

 

ডেস্ক নিউজ : আগামীকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন এলাকায় ১৩৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যাংকের শাখা বা উপশাখা বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশে ব্যাংক। রবিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর চিঠি পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি ১৩৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকার যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব এলাকায় ব্যাংকের কোনো শাখা বা উপশাখা থাকলে তা বন্ধ থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা বা উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সপ্তম ধাপে ১৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীকাল ৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যেসব ইউনিয়নে ভোট হবে :

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার বরগাঁও, সেনোরা। নীলফামারী : নীলফামারী সদর উপজেলার ইটাখোলা, কুন্দপুকুর। রংপুর : মিঠাপুকুর উপজেলার বড়হযরতপুর, দুর্গাপুর, ইমাদপুর, কাফ্রিখাল, লতিবপুর, মির্জাপুর, পায়রাবন্দ, বালুয়ামাসিমপুর, বড়বালা, বালারহাট, ভাংনী, চেংমারী, গোপালপুর, খোড়াগাছ, মিলনপুর, ময়েনপুর, রানীপুকুর। জয়পুরহাট : পাঁচবিবি উপজেলার কুসুম্বা, আওলাই। সিরাজগঞ্জ : তাড়াশ উপজেলার বারুহাস, মাধাইনগর। চুয়াডাঙ্গা : সদর উপজেলার তিতুদহ। 

ঝিনাইদহ : শৈলকুপা উপজেলার মনোহরপুর। পটুয়াখালী : রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া, মৌডুবী। বাউফল উপজেলার বাউফল, মদনপুর, নাজিরপুর, দাসপাড়া। পিরোজপুর : ইন্দুরকান্দি উপজেলার চন্ডিপুর। ময়মনসিংহ : ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ, মগটুলা, রাজিবপুর, উচাখিলা, তারুন্দিয়া, বড়হিত, জাটিয়া, আঠারবাড়ী, সরিষা, সোহাগী, ঈশ্বরগঞ্জ। কিশোরগঞ্জ : ইটনা উপজেলার রায়টুটি, ধনপুর, মৃগা, ইটনা, বাদলা, বড়িবাড়ী, এলংজুরী, জয়সিদ্ধি, চৌগাঙ্গা। সুনামগঞ্জ : তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর, বালিজুরী। সিলেট : জৈন্তাপুর উপজেলার নিজপাট। কুমিল্লা : বুড়িচং উপজেলার রাজাপুর, বাকশীমূল, বুড়িচং সদর, ষোলনল, পীরযাত্রাপুর, ময়নামতি, মোকাম, ভারেল্লা (উত্তর), ভারেল্লা (দক্ষিণ)। দেবিদ্বার উপজেলার বড়শালঘর, ইউসুফপুর, রসুলপুর, সুবিল, ফতেহাবাদ, এলাহাবাদ, জাফরগঞ্জ, রাজামেহার, ভানী, ধামতী, সুলতানপুর, বরকামতা, মোহনপুর, গুনাইঘর (উঃ), গুনাইঘর (দঃ)। নোয়াখালী : কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী, চরহাজারী, চরকাঁকড়া, চরফকিরা, রামপুর, মুছাপুর, চরএলাহী, সিরাজপুর। চট্টগ্রাম : সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া, সাতকানিয়া, ছদাহা, পুরানগড়, বাজালিয়া, ধর্মপুর, কালিয়াইশ, কেঁওচিয়া, ঢেমশা, মাদার্শা, আমিলাইশ, কাঞ্চনা, নলুয়া, খাগরিয়া, চরতি, পশ্চিমঢেমশা।

কক্সবাজার : মহেশখালী উপজেলার ছোট মহেশখালী। খাগড়াছড়ি : পানছড়ি উপজেলার লোগাং, চেংগী, পানছড়ি, লতিবান, উল্টাছড়ি। রাঙ্গামাটি : বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী, খেদারমারা, বাঘাইছড়ি, মারিশ্যা, রূপকারী, বঙ্গালতলী, সাজেক, আমতলী। লংগদু উপজেলার আটারকছড়া, কালাপাকুজ্যা, গুলশাখালী, বগাচতর, ভাসান্যাদম, মাইনীমূখ, লংগদু। জুরাছড়ি উপজেলার জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং, দুমদম্যা। বান্দরবান : বান্দরবান সদর উপজেলার বান্দরবান, রাজবিলা, জামছড়ি।

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit