খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নে অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, চরআত্রায় মুন্সী এনায়েত উল্যাহ, নওপাড়ায় জাকির হোসেন মুন্সী, রাজনগরে আবু আলেম, মোক্তারের চরে আনোয়ার হোসেন বাদশা শেখ, ফতেজঙ্গপুরে মোঃ জুয়েল শিউলী, ঘড়িসারে আব্দুর রব খান, চামটায় নিজাম উদ্দিন রাড়ী, ভূমখাড়ায় আলমগীর দালাল, জপসায় আনোয়ার মাদবর, বিঝারীতে আলী আহাম্মদ আলী কাজী, কেদারপুরে মিহির চক্রবর্তী, ডিঙ্গামানিকে ইউনিয়নে আব্দুল আজিজ সরদার, ভোজেশ্বরে শহীদুল ইসলাম সিকদার বেসরকারি নির্বাচিত হয়েছেন। অপর দিকে জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে কাজী আমিনুল ইসলাম মিন্টু বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮