ঝালকাঠি প্রতিনিধি : নির্বাচনী পরিবেশে সৌহার্দ্য বজায় রাখা এবং নীতিনির্ভর রাজনীতির চর্চা জোরদারের লক্ষ্যে ঝালকাঠিতে ‘নির্বাচনী সৌহার্দ্যের সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) ঝালকাঠি ও ঝালকাঠি প্রেসক্লাবের যৌথ আয়োজনে শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে ঝালকাঠি-২ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও প্রতিনিধিরা অংশ নেন। এ সময় নির্বাচনী আচরণবিধি, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য। এ ক্ষেত্রে সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ
কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৫০