আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই শনিবার ভোর এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসময় বেশ নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও লক্ষ্য করা গেছে। তবে এগুলো সামরিক বিমান ছিল কি না সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি এই সংবাদমাধ্যমগুলো।
বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
সাম্প্রতিক দিনগুলোতে মাদক পাচার দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহের কথা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে গত সপ্তাহে তার দেশের ওপর ‘কথিত’ সিআইএ-নেতৃত্বাধীন হামলার বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি।
যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে সুর কিছুটা নরম করলেও মাদুরো আবারও অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাত এবং ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ পেতে নিষেধাজ্ঞা ও সামরিক চাপ প্রয়োগ করছে।
তিনি বলেন, তারা যদি তেল চায়, তাহলে শেভরনের মতো মার্কিন বিনিয়োগের জন্য ভেনেজুয়েলা প্রস্তুত।
ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে কি না—এ প্রশ্নে সরাসরি জানতে চাইলে মাদুরো বলেন, এটি নিয়ে হয়তো আমরা কয়েক দিনের মধ্যে আলোচনা করতে পারি।
ট্রাম্প প্রশাসনের প্রকাশিত তথ্যানুযায়ী, ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় কমপক্ষে ১১৫ জনের প্রাণহানি ঘটেছে। সূত্র: রয়টার্স, আল-জাজিরা, এপি
কিউএনবি /অনিমা/০৩ জানুয়ারি ২০২৬,/দুপুর ২:০১