রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

বিশ্বে প্রথম ভারতীয় সেনার হাতে আসছে যে শক্তিশালী অস্ত্র!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক গবেষণার ইতিহাসে নতুন নজির গড়তে চলছে ভারত। বিশ্বে প্রথমবার র‌্যামজেট ইঞ্জিন চালিত গোলা ব্যবহার করবে ভারতীয় সেনাবাহিনী।

আইআইটি মাদ্রাজ, আইআইটি কানপুর, ‘আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট’ (এআরডিই) এবং ‘রিসার্চ সেন্টার ইমারত’ (আরসিআই)-এর যৌথ উদ্যোগে দীর্ঘ গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পরে ১৫৫ এমএম হাউইৎজার কামানের জন্য নির্মাণ করা হয়েছে র‍্যামজেট গোলা। গতিবেগ, পাল্লা এবং বিস্ফোরণ ক্ষমতার নিরিখে যা প্রচলতি গোলার (সামরিক পরিভাষায় ‘আর্টিলারি সেল’) দ্বিগুণেরও বেশি ক্ষমতাশালী।

বর্তমানে ভারতীয় সেনাবাহিনী সুইডেনের বফর্স এফএইচ৭৭বি০২ হবিট, মার্কিন এম-৭৭৭-এর পাশাপাশি দেশে তৈরি ধানুষ এবং এটিএজিএস (অ্যাডভান্সড টোওড আর্টিলারি গান সিস্টেম) ১৫৫ এমএম হাউইৎজার ব্যবহার করে। কোনওটিতে ব্যবহৃত গোলার পাল্লাই ৪০ কিলোমিটারের বেশি নয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ স্লোগান অনুসরণ করে দেশীয় প্রযুক্তিতে নির্মিত র‍্যামজেট গোলার পাল্লা হবে এর দ্বিগুণেরও বেশি। বস্তুত, সম্প্রতি সুইডেনের একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সংস্থা পরীক্ষামূলকভাবে ১৪০ কিলোমিটার পাল্লার র‍্যামজেট গোলা নিক্ষেপ করেছে।

সাধারণ ‘গাইডেড আর্টিলারি সেল’-এর তুলনায় দ্বিগুণ গতিবেগসম্পন্ন হওয়ায় নতুন এই গোলা শত্রুর ডেরাতেও নিমেশে আঘাত হানতে পারবে। গত বছর অ্যারো ইন্ডিয়া ২০২৫-এ, ভারতীয় সেনা ‘অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেম’ (এটিএজিএস) থেকে ৮০ কিলোমিটার পাল্লার র‍্যামজেট গোলা প্রদর্শন করেছিল। এবার তার বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। সূত্র: ইন্ডিয়ান ডিফেন্স নিউজআইডিআরডব্লিউজি নিউজ

কিউএনবি /অনিমা/০৩ জানুয়ারি ২০২৬,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit