শার্শা(যশোর)সংবাদদাাতা : যশোর ১ আসনে বিএনপি’র সাবেক কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির দেওয়া ধানের শীষের মনোনয়ন পত্র পুনর্বহালের দাবিতে শার্শা উপজেলা বিএনপি’র সাধারন নেতা কর্মিরা গন প্রতিকি অনশন করেছে। সোমবার বিকালে মফিকুল হাসান তৃপ্তিকে মনোনয়ন ফিরিয়ে দিতে শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের ১৮০টি গ্রামের হাজার হাজার নেতা কর্মি শার্শা উপজেলা স্টেডিয়ামে জড়ো হয়।
এ সময় আবেগে ও কান্নায় সাধারন নেতা কর্মিরা তৃপ্তিকে তার ধানের শীষের মনোনয়ন পত্র ফিরিয়ে দিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে করোজোড় দাবি জানান। উক্ত প্রতিকি অনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সাবেক কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক শাহিদুল ইসলাম, কায়বা ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সহ শার্শা উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দলেরর নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি’র সাবেক কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন আমি জীবনের বাকি সময়ে শার্শার এমপি হতে পারলে শার্শা উপজেলার সকল উন্নয়ন মুলক কাজ করে শার্শা উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। তিনি বলেন আগামীর প্রধানমন্ত্রী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শার্শার আপামর জনগনের দাবি পুনরায় তাকে ধানের শীষের মনোনয়ন পত্র ফিরিয়ে দেওয়া হোক। এজন্য হাজার হাজার নেতা কর্মির অনুরোধে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।
এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আবু তাহের ভারত বলেন, শেষ সময়ে এসে মফিকুল হাসান তৃপ্তির দলীয় মনোনয়ন বাতিল হবে এটা দলের কেউ কল্পনা করতে পারেনি। তাই তিনি পুনরায় তাকে মনোনয়ন দেওয়ার জন্য আগামীর প্রধানমন্ত্রী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শার্শা ও বেনাপোল পৌরবাসির আপামর জনগনের দাবি পুনরায় তৃপ্তিকে ধানের শীষের মনোনয়ন পত্র ফিরিয়ে দেওয়া হোক।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা বলেন , যশোর ১ আসনে মফিকুল হাসান তৃপ্তিকে ধানের শীষের মনোনয়ন পত্র বাতিল করায় সাধারন নেতা কর্মিরা মানসিক ভাবে ভেঙে পড়েছে। এজন্য তিনি বিষয়টি আবারো পুনবিবেচনার জন্য বিএনপি হাইকমান্ডের দৃষ্টি কামনা করেছেন।
কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:১২