বিনোদন ডেক্স : হাদিকে নিয়ে লেখার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছেন নির্মাতা অনন্য মামুন। এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন এই নির্মাতা। আজ সোমবার বিকেলে অনন্য মামুন নিজের ফেসবুকে লিখেছেন, হাদিকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর থেকে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তারা তো জানেনা হাদি আমার কাছে একটা ভালোবাসার নাম। আর মৃত্যুর ভয় কখনো পায় না। যেদিন পৃথিবীতে এসেছি, সেদিনই আল্লাহতালা আমার মৃত্যুর তারিখ ঠিক করে রেখেছে। এর আগে অঅন্য মামুন হাদিকে নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন। ওই পোস্টে লেখা ছিল, হাদির মতো একজন তরুণ রাজনীতিক দলের নেতা দেখান,যে সব দলের সমালোচনা করার সাহস রাখে।























