স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে প্রায় সাড়ে চারশ রান করা ভারতকে ২৪০ রানে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। জিততে হলে পাকিস্তান যুবাদের করতে হবে ২৪১। তবে রান তাড়া করতে নেমে দীপেশ দেবেন্দ্রনের গতির মুখে পড়ে বিপদে পাকিস্তান। স্কোর বোর্ডে ৩০ রান জমা করতেই পাকিস্তান হারিয়েছে ৪ উইকেট। দীপেশ একাই পাকিস্তানের প্রথম সারির ৩ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন।
রোববার দুবাইয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আরব আমিরাতের বিপক্ষে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলা সূর্যবংশী মাত্র ৫ রান করেই মোহাম্মদ সায়েমের বলে ফিরতি ক্যাচ দেন। অধিনায়ক আয়ুশ মহাত্রে ২৫ বলে ৩৮ রানের ক্যামিও উপহার দিয়ে ফেরান। ভিহান মালহোত্রা (১২) আর ভেদান্ত ত্রিবেদি (৭) অল্প রানেই সাজঘরে ফেরেন। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা অ্যারন জর্জ ৮৮ বলে ১২ বাউন্ডারি আর ১ ছক্কায় ৮৫ রান করে ফেরেন।
১৭৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে যান কানিশক চৌহান। তিনি ৪৬ বলে দুই চার আর তিন ছক্কায় ৪৬ রান করেন। তার কল্যাণে ৪৬.১ ওভারে ২৪০ রানে অলআউট হয় ভারত। পাকিস্তানের মোহাম্মদ সায়েম আর আবদুস সোবহান ৩টি করে উইকেট শিকার করেন। ২টি উইকেট নেন নিকাব শফিক।
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪