মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজ এর শিক্ষক-কর্মচারীরা আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর বৈষম্যমূলক ও কালো আইন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার সকালে সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে পদ-সোপান তৈরি করে পদোন্নতি প্রদান, আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রোটেকশন বাস্তবায়ন, চাকরি স্থায়ীকরণ, চাকরি বদলিযোগ্য করা এবং চাকরির মোট সময়কাল গণনা করে চাকুরিকাল নির্ধারণের দাবি জানানো হয়। বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুক সরকার, সহ-সভাপতি আহসান হাবীব ঝিনুক, সহ-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, কার্যকরী সদস্য এ বি এম হাফিজুর রহমান ম-ল ও মোজাহার আলী।
বক্তারা বলেন, আত্তীকরণের নামে দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে চরম বৈষম্য করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষক –
কর্মচারিরা ।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:২২