বিনোদন ডেক্স : সৌদি চলচ্চিত্র ‘এ ম্যাটার অব লাইফ অ্যান্ড ডেথ’–এর জমকালো রেড-কার্পেট প্রিমিয়ার অনুষ্ঠিত হয় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এ সময় উপস্থিত ছিলেন ছবির অভিনয়শিল্পীরা, সঙ্গে ছিলেন ব্রিটিশ অভিনেতা নিকোলাস হোল্টও। ছবিটির প্রধান অভিনেত্রী সারা তাইবাহ, পরিচালক আনাস বা–তাহাফের নির্মিত এ সিনেমার প্রদর্শনীর আগে রেড কার্পেটে হাঁটেন এবং আলোচনার কেন্দ্রে ছিলেন। উৎসব শুরুর আগে থেকে সিনেমাটি নিয়ে বেশ হইচই ছিল। রেড সি ফিল্ম ফাউন্ডেশনের সিইও ফয়সাল বালতিউর আরব নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এই চলচ্চিত্রটি নারীকেন্দ্রিক সৌদি সিনেমার উত্থানের উজ্জ্বল উদাহরণ।
রেড সি ফিল্ম ফান্ডের সমর্থিত ছবি হিসেবে এটি, তাঁর ভাষায়, ‘সৌদি নারীদের শক্তির প্রতিফলন এবং রাজ্যের নতুন এক রোমান্টিক ধারার উদ্ভব এই সিনেমা।’ছবিটিতে অভিনয় করেছেন—সারা তাইবাহ, ইয়াগুব আল-ফারহান, হুসাম আল-হারথি, ফায় ফুয়াদ, আমানি আল-জামিল, ঘাদা আবুদ, রাহাফ ইব্রাহিম এবং নাজলা আল-আব্দুল্লাহ। চলচ্চিত্রটির সরকারি লগলাইন অনুযায়ী এটি, ‘জেদ্দার ব্যস্ত শহরকে পটভূমি করে নির্মিত এক ব্যতিক্রমী প্রেমের গল্প।’কাহিনিতে দেখা যায়, ৩০তম জন্মদিনে একটি ‘পারিবারিক অভিশাপ’ তাঁকে মেরে ফেলবে বলে বিশ্বাস করে কুসংস্কারে আচ্ছন্ন হায়াত ভাগ্যের কাছে নিজেকে সঁপে দিয়েছেন। অন্যদিকে মেধাবী কিন্তু লাজুক হার্ট সার্জন ইউসুফ ভুগছেন ধীরগতির হৃদস্পন্দনে-স্ক্যালপেল হাতে নিলেই তিনি জীবন্ত অনুভব করেন।
তিনি নিজের ভেতরের সহিংস প্রবৃত্তিকে চেপে রাখেন, যতক্ষণ না হায়াতের সঙ্গে তাঁর দেখা হয়। একদিকে মৃত্যু চাইছে এমন এক নারী, অন্যদিকে হত্যা করার প্রবল তাগিদ নিয়ে বেঁচে থাকা এক পুরুষ-তাদের সাক্ষাৎ এক শোকাবহ পরিকল্পনার দিকে এগোতে থাকে। কিন্তু পরে একটি জীবনের প্রতি আস্থা তৈরি করা ভালোবাসা সব পরিকল্পনা বদলে দেয়। রেড কার্পেটে হাটার সময় সারা তাইবাহ বলেন, আমি একই সঙ্গে ভয় আর উত্তেজনা অনুভব করছি। এটি একটি রোমান্টিক ডার্ক কমেডি-সৌদি চলচ্চিত্রে খুবই নতুন একটি ধারা। ছবিটি রঙিন, অনন্য… দর্শক কেমনভাবে নেয় তা দেখার জন্য আমি ভীষণ আগ্রহী।” তাইবাহ জানান, তিনি উৎসবে আরও বেশ কয়েকটি চলচ্চিত্র দেখার অপেক্ষায় আছেন-যেমন ‘হিজরা’, ‘প্যালেস্টাইন ৩৬’ এবং ‘সিরাত’।
কিউএনবি/মহন/ ১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০৪