শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন ডা. রেয়ান আনিস। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে হলিনেস ক্রীড়া একাডেমী ও নুরপুর মেন্স ক্লাবের আয়োজনে পৌরসভার তেঁতুলতলা বাজার সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের সূচনা হয়।
খেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের বিএনপি প্রার্থী তাসভীর উল ইসলামের সহধর্মিনী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. রেয়ান আনিস। উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র হায়দার আলী মিঞা, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান সরকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, রমেশ সাহা, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আপন আলমগীর প্রমুখ।
এ সময় ডা. রেয়ান আনিস বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। ভবিষ্যত প্রজন্মকে মোবাইল ফোন থেকে দুরে রাখতে আরো বেশি বেশি করে টুর্নামেন্টের আয়োজন করা দরকার। আয়োজন কমিটি, টুর্নামেন্টে ৮টি দল অংশ করবেন। উদ্বোধনী খেলায় দ্যা লাইন কিং বজরা ও ইয়ানস্টার তবকপুর একাদশ মুখোমুখি হয়।
কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৩২