স্পোর্টস ডেস্ক : আগামী বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কারা হবে, তা জানা যাবে এই ড্রয়ে। জন এফ. কেনেডি সেন্টারে উপস্থিত থাকবেন জাতীয় দলের কোচ ও ফুটবলের বিখ্যাত সব তারকারা। অনেকেই লম্বা ভ্রমণ করে আসনে। কিন্তু একই দেশে থাকলেও আলবিসেলেস্তে অধিনায়ক সেই অনুষ্ঠানে যোগ দেবেন না।
অবশ্য পুরো কোচিং স্টাফ দল নিয়ে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এই অনুষ্ঠানে যোগ দেবেন। এমনকি বিশেষ ভূমিকাও রাখবেন তিনি। তিন বছর আগে পাওয়া বিশ্বকাপ ট্রফি নিয়ে ঢুকবেন স্ক্যালোনি। ড্রয়ের আগে সেটি রাখবেন মঞ্চে। তার মিশন হবে নতুন করে ট্রফিটা হাতে নেওয়ার।
কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:০০