বিনোদন ডেস্ক : ‘জল দিলে নিভে না আগুন জ্বলে আমার কলিজায়, আয়রে বন্ধু আয়রে আমার মাটির পিঞ্জরায়…’ -এমনই কথায় সুরে সুরে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়েছেন লিটা। তার গায়কীতে ফুটে উঠেছে সরলতা, প্রেমের মিষ্টি টান, দূরত্ব আর আকর্ষণের সহজাত রোমান্স।
ইতোমধ্যে লিটার গাওয়া বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। সেই তালিকায় রয়েছে ‘কই রইলা বন্ধুরে’, ‘ঔষধে সারে না প্রেম অসুখ’, ‘তোমার প্রেম যমুনায়’-সহ বেশ কিছু গান।
কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:২৮