আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কের মেয়র নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করায় জোহরান মামদানিকে উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। সেইসঙ্গে, সব আশঙ্কা ও অনিশ্চয়তা জয় করে বিশ্বাস ও আশাবাদকে বেছে নেওয়ায় নিউইয়র্কবাসীদেরও আন্তরিক অভিনন্দন জানান তিনি।
তিনি আরও বলেন, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কেন লন্ডনকে অপছন্দ করেন। তার রাজনৈতিক মতাদর্শের সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করে লন্ডনবাসীরা। যে কারণে নিউইয়র্কও এখন তার চক্ষুশূল। লন্ডনের বাসিন্দাদের মতো নিউইয়র্কাররাও প্রেসিডেন্টের ভীতিপূর্ণ মতবাদকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আশার পথ বেছে নিয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। এর ফলে, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
কিউএনবি/খোরশেদ/০৬ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:২৪