নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ জেলা শাখার নব- গঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময়
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
Update Time :
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
১৬
Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ নওগাঁ জেলা শাখার নব- গঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরে নবীর ডাক্তারের মোড়ে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ নওগাঁ জেলা শাখার কার্য্যলয়ে নব- গঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ ইনতাজুল হক মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সহ- সভাপতি আলহাজ্ব এ. কে আজাদ, আলহাজ্ব শহিদুল আলম বাচ্চু, নরুল ইসলাম আবু হান্নান, নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আল মামুন হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, এই শাখা অফিস স্থাপনের মাধ্যমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অধিকার ও কল্যাণে কাজ করা সহজ হবে। নতুন কার্যালয়টি অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করবে এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা জানান। উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর ২৫ ইং তারিখে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার সারওয়ার হোসেন (অবঃ), সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল মনজুরুল আলম (অবঃ), এর স্বাক্ষরিত নওগাঁ জেলা শাখার মোঃ ইনতাজুল হক মোল্লা কে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ- সভাপতি আলহাজ্ব এ. কে আজাদ, আলহাজ্ব শহিদুল আলম বাচ্চু, নরুল ইসলাম, আবু হান্নান, নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আল মামুন হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক আবু তৈয়ব সরদার, ফাইছাল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, শাহিন আলম, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক তরিকুল ইসলাম, ক্রীড়া ও সংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সমবায় ও সমাজ কল্যাণ সম্পাদক আকরাম হোসেন, সহ-সমবায় ও সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী, আইন বিষয়ক সম্পাদক আকরাম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ডি. এম. জালাল হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবু রায়হান, সদস্য আব্দুল হান্নান (মিম), এমদাদুল হক, লুৎফর রহমান, আকতার হোসেন, তারেকুল হোসেন, আশরাফুল ইসলাম, সারোয়ারদী হোসেন, এস্তাক হোসেন, হাবিবুর রহমান।