দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, এক বিবৃতিতে প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও গভীর শোক প্রকাশ করেছে। তারা জানিয়েছে, “এমিলি ইন প্যারিস পরিবারের এক প্রিয় সদস্যকে হারিয়ে আমরা ভীষণ দুঃখিত। তার পরিবার ও কাছের মানুষের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।”
সহকর্মীদের মতে, শুধুমাত্র একজন সহকারী পরিচালক হিসেবেই নয়, বরং সিরিজটির জন্য দিয়েগো বোরেলা হৃদয়ের জায়গা থেকে কাজ করতেন। তার আকস্মিক মৃত্যুতে শুটিং সেটে শোকের ছায়া নেমে এসেছে।