বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে কঙ্গনা জানান, বলিউডের ব্লক বাস্টার সিনেমা ‘রামলীলা’-র আইটেম সংয়ে নাচার অফার পেয়েছিলেন তিনি। কিন্তু কোনো আইটেম সংয়েই নাচতে রাজি নন অভিনেত্রী। আর এ কারণেই বানসালিকে ‘না’ বলেন।
কঙ্গনা আরও বলেন,
আমি যখন বানসালির প্রস্তব ফিরিয়ে দিই, তখন অনেকেই আমাকে পাগল বলেছিলেন। কিন্তু আমার দৃষ্টিভঙ্গি থেকে এ কাজ আমি করতে পারবো না। আমার মনে হয়, সব শিল্পীদেরই এক্ষেত্রে একমত পোষণ করা উচিত।
‘রামলীলা’ সিনেমার ‘রাম চাহে লীলা চাহে’ শিরোনামের আইটেম গান কঙ্গনা ফিরিয়ে দেয়ার পর সে কাজ করতে রাজি হন প্রিয়াঙ্কা চোপড়া। এ গানে নাচার পারফরম্যান্সের জন্য প্রিয়াঙ্কা দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসা কুড়ালেও তাতে বিন্দুমাত্র আফসোস নেই কঙ্গনার।
কারণ শুধু সঞ্জয়লীলা বানসালির সিনেমার আইটেম গানই নয়, রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’ সিনেমার আইটেম গানেও অভিনয় ও নাচার অফার প্রত্যাখ্যান করেছিলেন কঙ্গনা।
কিউএনবি/আয়শা/২৪ আগস্ট ২০২৫/রাত ৮:৩৪