মাটিরাঙ্গা উপজেলায় নতুন নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন নার্গিস সুলতানা
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
Update Time :
রবিবার, ১০ আগস্ট, ২০২৫
১৭
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নার্গিস সুলতানা। রবিবার (১০ আগস্ট) বিকেলে বিদায়ী মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মনজুর আলম এর কাছ থেকে নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। এর আগে, রোববার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এর কাছে যোগদানপত্র দাখিল করেন তিনি।এর আগে মাটিরাঙ্গা উপজেলায় নবাগত নির্বাহী অফিসার নার্গিস সুলতানা মাটিরাঙ্গা উপজেলা পরিষদে আসলে উপজেলা সহকারি কমিশনার ভূমি খাদিজা তাহিরা ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার সবুজ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আরিফুল মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির পাটোয়ারি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মুকুল কান্তি চাকমা মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল ছাড়াও উপজেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন নতুন নির্বাহী অফিসারকে।৩৬তম বিসিএস (প্রশাসন) এর মাধ্যমে তিনি প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হয়ে সহকারি কমিশনার হিসেবে চাপাইনবাগঞ্জ কর্মজীবন শুরু করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা তাঁর প্রথম কর্মস্থল।এর আগে তিনি বান্দরবান সদর উপজেলার সহকারি কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন, ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ২ কন্যা সন্তানের জনক।দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে নার্গিস সুলতানা বলেন, পুর্বের ইউএনও’র সুচিত কাজের ধারাবাহিকতা বজায় রেখে তিনি কাজ করতে চান। মাটিরাঙ্গা উপজেলাকে নতুন রূপে সাজানোর স্বপ্নের কথাও জানালেন মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
প্রসঙ্গত, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ১০ মাস মাটিরাঙ্গায় কর্মজীবন শেষে মনজুর আলম‘কে বান্দরবান জেলার আলী কদম উপজেলার নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়েছে।