বিনোদন ডেস্ক : জানা গেছে, যাত্রাবাড়ী ফ্লাইওভারে পেছন থেকে একটা ভারী ট্রাক বাপ্পীর গাড়িকে সজোরে আঘাত করে। চলন্ত অবস্থায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই অভিনেতা। তবে কেউ কেউ এই দুর্ঘটনাকে স্বাভাবিকভাবে দেখছেন না। এটাকে ষড়যন্ত্র মনে করছেন নেটিজেনরা। মনে করছেন তাদের প্রিয় নায়ককে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।
বাপ্পী সংবাদ মাধ্যমকে বলেন, গত রোববার দিবাগত রাত ১২ টার দিকে তিনি নারায়াওণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। আমরা উলটে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি। তবে জানা গেছে পুলিশ ট্রাকটিকে আটক করেছে। থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৫, /দুপুর ২:৫৫