 
																
								
                                    
									
                                 
							
							 
                    তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গবেষণা ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (যুগ্ম-সচিব) নাহিদ সুলতানা মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন।
এছাড়া অন্যদের মাঝে, ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, ইউসুব তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্ধসঢ়;, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেস গৌড়, সুশিল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সমাজকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান গ্রুপের ধরন, দায়িত্ব-কর্তব্য, দুর্যোগ বিষয়ে নদ-নদী ও সমুদ্র বন্দরের জন্য সংকেত সমূহ, সতর্কীকরণ পতাকা উত্তোলন এবং দুর্যোগ ব্যবস্থাপনা নীতি ও জাতীয়নীতি আন্তর্জাতিক কাঠামোসহ ২০১৯ এসওডি’র স্থায়ী আদেশবলীর আলোকে দায়িত্ব ও কার্যাবলির বিষয়ে গুরুত্বারোপ করে দুর্যোগ মোকাবিলায় করনীয় সম্পর্কে জানানো হয়।
কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪৫