 
																
								
                                    
									
                                 
							
							 
                    আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা ওড়ানোর পর এবার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে নিজেদের প্রথম রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়েছে কলম্বিয়া।
ওসপিনাকে মূলত কলম্বিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এবং বিশ্বাসভাজন হিসেবে বিবেচনা করা হয়।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ২০২৪ সালের মে মাসে দখলদার ও যুদ্ধবাজ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি গাজা উপত্যকায় গণহত্যার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।
মূলত ওই সময়েই ফিলিস্তিনের রামাল্লায় নিজেদের দূতাবাস খোলার ঘোষণা দেয় কলম্বিয়া। এদিকে, বিবিসি জানিয়েছে, প্রতীকী একটি ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিন।
সোমবারের এ ঘটনা ফিলিস্তিনকে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রের স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থাটির সদরদপ্তরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করতে দেওয়া হবে কি না সে বিষয়ে প্রতীকী এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
সেখানে চীন, পাকিস্তান, সৌদি আরবসহ বেশ কয়েকটি রাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করলে ৯৫টি দেশ তাতে সমর্থন জানায়।
অন্যদিকে, ইসরাইল, হাঙ্গেরি, চেক রিপাবলিক এবং জার্মানি এ প্রস্তাবের বিরোধিতা করেছে। বাকি ২৭টি দেশ ভোটদানে বিরত থেকেছে। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি গৃহিত হয়েছে।
এমন এক সময় এ ঘটনা ঘটল যার কিছুদিন আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স।
এদিকে ইসরাইল হুমকি দিয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পশ্চিম তীর দখল করে নেবে তারা।
এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় আরও ২৮ জন নিহত হয়েছেন। যা নিয়ে গাজায় এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৫৪,০৫৬ জনে পৌঁছেছে।
তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি আপডেট করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।
কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৩০