 
																
								
                                    
									
                                 
							
							 
                    লাইফ ষ্টাইল ডেস্ক : উপকরণ লিচুর টুকরা ১ কাপ, লিচুর রস ১ কাপ, টি-ব্যাগ ২টি, পানি ৩ কাপ, বরফের টুকরা প্রয়োজনমতো ও মধু ২ চা–চামচ।
একটি পাত্রে পানি গরম করে টি-ব্যাগ দিয়ে দিন। চায়ের রং ছেড়ে এলে নামিয়ে ঠান্ডা করে চিনি ও লিচুর রস ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটি গ্লাসে লিচুর স্লাইস দিয়ে ওপর থেকে লিচুর চা ঢেলে বরফের টুকরা দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৫, /সকাল ৭:৫৩