আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন অভিযোগ করে বলেছেন, গত আট মাসে ইমরান খানকে মাত্র একবার তার সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলতে দেওয়া হয়েছে। এমনকি কারা কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে যে এখন থেকে, ইমরান খানের বোনরাও আর কারাগারে তার সঙ্গে দেখা করতে পারবেন না।
আলীমা বলেন, ‘পিটিআইয়ের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশেও জরুরি বার্তা দিয়েছেন ইমরান খান। দেশজুড়ে বড় আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন তিনি। দলের যেসব নেতাকর্মী গোপনে সরকারের সঙ্গে লিয়াজোঁ রেখেছেন তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যারা উইকেটের দুই পাশেই খেলতে চায়, দলের মধ্যে তাদের জায়গা হবে না। ‘তিনি বলেন, ‘তিনি (ইমরান খান) আরও বলেছেন সরকারের সঙ্গে কোনো প্রকার আপসে যাওয়ার ইচ্ছে বা পরিকল্পনা তার নেই। প্রয়োজনে সারা জীবন কারাগারে কাটাবেন, কিন্তু মাথা নত করবেন না তিনি। ’
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, কারাগার থেকে ইমরান খান আন্দোলনের আহ্বান জানালেও তার দল পিটিআইয়ের হাইকমান্ড সরকারের সঙ্গে সংলাপের জন্য চেষ্টা চালাচ্ছে। এই সংলাপ বা সমঝোতার মূল উদ্দেশ্য ইমরান খানের কারামুক্তি। সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ এখনও শুরু না হলেও অনানুষ্ঠানিকভাবে কিছু আলাপ-আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেসব আলাপ-আলোচনার কিছু অগ্রগতিও হয়েছিল। সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় পিটিআইয়ের নেতৃত্ব দিচ্ছেন ইমরান খানের এক সময়ের আইনজীবী এবং বর্তমানে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান।
কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /বিকাল ৫:২০