 
																
								
                                    
									
                                 
							
							 
                    মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : একেএম শওকত হোসেন লিমনকে আহবায়ক ও ফকরুল হক খন্দকারকে সদস্য সচিব করে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।২৪ মে,২০২৫ ইং তারিখে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন রংপুর বিভাগের সভাপতি রায়হান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন কুড়িগ্রাম জেলা শাখার মোট ১৫ বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
কমিটির অনান্যরা হলেন, যুগ্ন আহ্বায়ক ফিরোজ আলম (রবিন),যুগ্ন আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ন আহ্বায়ক মামুন হাসান, যুগ্ন আহ্বায়ক আলতাফ হোসেন, সদস্য রুস্তম আলী, জাহাঙ্গীর আলম (মতি),রাশেদা পারভীন,মমিনুল ইসলাম, মৌসুমী সুলতানা, রিয়াজুল ইসলাম রিয়াজ,নুর আলম সিদ্দিক, গাজিউর রহমান গাজী, ও আব্দুর রাজ্জাক।মেয়াদ উত্তীর্ণ উপজেলা কমিটিগুলো পূর্ণ গঠন করে যথা শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনের সকল প্রক্রিয়া সম্পাদনের জন্য উক্ত কমিটিকে অনুরোধক্রমে নির্দেশ প্রদান করা হয়েছে।
কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৫, /দুুপুর ১২:৫২