বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

বন্দুক হামলায় নিহত ২ দূতাবাস কর্মীর নাম জানাল ইসরাইল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২১ মে) রাত ৯টার দিকে ওয়াশিংটন ডিসির ইহুদি জাদুঘরের বাইরে একটি অনুষ্ঠান চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দু’জন নিহত হন।এক বিবিৃতিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দুক হামলায় নিহত দুই ব্যক্তির নাম ইয়ারন লিশিনস্কি এবং সারাহ লিন মিলগ্রাম।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে যুক্তরাষ্ট্রের ইসরাইলি দূতাবাস জানিয়েছে, নিহতরা ‘তাদের জীবনের সেরা সময়ে ছিলেন’। স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৫ মিনিটের দিকে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ইহুদি জাদুঘরে একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় একজন সন্ত্রাসী তাদের গুলি করে হত্যা করে।’
 
দূতাবাস বলেছে, ‘এ ঘটনায় দূতাবাসের কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তারা বিধ্বস্ত।’ পোস্টে আরও বলা হয়, ‘এই ভয়াবহ ক্ষতিতে আমাদের শোক ও ভয়াবহতার গভীরতা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের হৃদয় তাদের পরিবারের সঙ্গে আছে এবং এই ভয়াবহ সময়ে দূতাবাস তাদের পাশে থাকবে।’
 
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত জানিয়েছেন, নিহত দুজন বাগদত্তা যুগল ছিলেন। আগামী সপ্তাহে জেরুজালেমে তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। মার্কিন পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে এলিয়াস রদ্রিগেজ (৩০) নামের এক ব্যক্তিকে চিহ্নিত করে তাকে আটক করেছে। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের বাসিন্দা।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং ঘটনাটিকে ইহুদি-বিদ্বেষপ্রসূত (অ্যান্টি সেমেটিক) বলে মন্তব্য করেছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্র্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এই ভয়াবহ ডিসি হত্যাকাণ্ড স্পষ্টতই ইহুদি-বিদ্বেষের কারণে ঘটেছে, এখনই বন্ধ হওয়া উচিত! ঘৃণা ও উগ্রবাদের যুক্তরাষ্ট্রে কোনো স্থান নেই।’

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit