শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন,গতি আসবে বিনিয়োগ ও রপ্তানিতে আসন্ন নির্বাচনে ব্যালটকে উল্টে দিতে বুলেট প্রস্তুত রাখছে একটি মহল; হাসনাত আব্দুল্লাহ রাঙামাটি শহরে মাদকের আসরে পুলিশের হানায় আটক-৬ ইসরাইলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর সাবেক নির্বাচকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ চাকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা দিলেন পিসিসিপি ‎তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনার দাবিতে উত্তাল লালমনিরহাট, ‘জাতির শত্রু’ ঘোষণার হুঁশিয়ারি চূড়ান্ত নিবন্ধন পেল ৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক দেশের মাটিতে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট অস্ট্রেলিয়া

বিশেষ অভিযানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ৩১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নকশালবাদের বিরুদ্ধে অভিযানের নামে ৩১ মাওয়াদী বিদ্রোহীকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এই অভিযানকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘নকশালবাদের বিরুদ্ধে বৃহত্তম অভিযান’ বলে অভিহিত করেছেন।

বুধবার অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার সীমান্তে কারেগুত্তালু পাহাড়ে এই অভিযান চালানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

এই অভিযানে অংশ নেয় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ হাজার সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত মোট ২১৪টি নকশাল আস্তানা এবং বাঙ্কার ধ্বংস করা হয়েছে। তল্লাশির সময় শত শত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

তিন সপ্তাহ ধরে চলা এই সেনা অপারেশন ছিল মূলত নকশাল বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভারতের অভিযানের অংশ। ১৯৬৭ সালে শুরু হওয়া একটি অতি-বাম মাওবাদী এই আন্দোলনের বিরুদ্ধে বরাবরই দমন নীতি প্রয়োগ করে ভারত।

আল জাজিরা বলছে, নকশালরা এই অঞ্চলের উপজাতি জনগণের অধিকার রক্ষার জন্য লড়াই করে আসছে। অঞ্চলটির কারেগুত্তালু পাহাড়গুলোতে বেশ কয়েকটি নকশাল সংগঠনের ঐক্যবদ্ধ সদর দপ্তর ছিল, যেখানে বিদ্রোহীদের অস্ত্র এবং কৌশলগত প্রশিক্ষণ দেয়া হতো।

প্রতিবেদেন আরও বলা হয়, ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে এই গোষ্ঠীর যোদ্ধার সংখ্যা ছিল আনুমানিক ১৫ থেকে ২০ হাজার। এই সংখ্যার প্রায় এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করেছিল ভারতের নিরাপত্তা বাহিনী।

তিন সপ্তাহের এই অভিযানকে ‘ঐতিহাসিক সাফল্য’ হিসাবে বর্ণনা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘মধ্য ভারতের ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে বিদ্রোহীদের ধরতে নিরাপত্তা বাহিনী ২১ দিন ধরে চেষ্টা চালিয়েছে।’

অমিত শাহ বলেন, ‘নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান পরিচালনা করেছে। মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত কারেগুত্তালু পাহাড়ে তাদের ৩১ জনকে হত্যা করেছে। আমি অত্যন্ত খুশি যে এই অভিযানে নিরাপত্তা বাহিনীর একজনও হতাহত হননি।’

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৫, /দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit