বিনোদন ডেস্ক : গত মাসে মুম্বাইয়ে বান্দ্রার পারিবারিক আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মাকে। সেখানেই তাদের বিবাহবিচ্ছেদ হয়। সামাজিক মাধ্যমে জুটি হিসাবে বেশ জনপ্রিয় ছিলেন এ দম্পতি। স্ত্রী নৃত্যপটীয়সী তার মন রাখতে ধনশ্রীর সঙ্গে পা মেলাতেও দেখা গেছে চাহালকে। কিন্তু তাদের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয় ধনশ্রীকে। এবার চাহালের সাবেক স্ত্রীর হয়ে কথা বললেন নেটপ্রভাবী উরফি জাভেদ।
যখনই কোনো ক্রিকেটারের সম্পর্ক ভেঙে যায় বা বিবাহবিচ্ছেদ হয়, তখনই নারীকে আঘাত করা হয়। কারণ আমাদের কাছে ক্রিকেটারই আসল নায়ক। আমরা কেউ-ই জানি না যে দুজনের মধ্যে কী ঘটেছিল— এমনকি নাতাশা ও হার্দিকের ক্ষেত্রেও কী ঘটেছিল, সবাই জানে তবু দোষ দেওয়া হয় সেই নারীকে। তিনি বলেন, মনে আছে— ঠিক যেমনটি বিরাট কোহলি খারাপ খেললে হয়। এর জন্য আনুশকাকে দোষ দেওয়া হয়েছিল।
তা হলে পুরুষের কাজের জন্য সবসময় নারীকেই দোষ দেওয়া হয়? একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী যারা সম্পর্কে ছিলেন জানেন তারা কী করছে। ধনশ্রীকে সমর্থন জানিয়ে তিনি আরও বলেন। ধনশ্রী বা চাহাল এখনো পর্যন্ত কেউ-ই তাদের বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেননি। তবে সামাজিক মাধ্যমে একে অপরকে আনফলো করেছেন এবং এমনকি একে অপরের সঙ্গে ছবিও মুছে ফেলেছেন।
কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫৮