স্পোর্টস ডেস্ক : ব্রাগা থেকে ২০২০ সালে বার্সেলোনায় নাম লেখান ত্রিনকাও। ২০২১ সালে মেসি পিএসজিতে পাড়ি জমালে ভাঙে তাদের জুটি। আর উলভারহ্যাম্পটন ও স্পোর্টিং সিপিতে ধারে খেলা ত্রিনকাও ২০২৩ সালে বার্সা ছেড়ে এখন স্থায়ী হয়েছেন স্পোর্টিং সিপিতে। মেসির মতোই ত্রিনকাও আক্রমণভাগে খেলেন। বার্সেলোনায় ৪২ ম্যাচে তার গোল ৩ ও অ্যাসিস্ট ২টি।
কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:৪০