ডেস্ক নিউজ : সুরা তওবা কোরআনের নবম সুরা। এই সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা ১২৯, রুকু সংখ্যা ১৬। তওবা অর্থ ক্ষমা প্রার্থনা করা বা ক্ষমা করা। এ সুরার নাম ‘তওবা’ হওয়ার কারণ এতে মুসলমানদের তওবা কবুল হওয়ার বর্ণনা এসেছে। এ সুরার আরেকটি নাম ‘বারাআত’ কারণ এতে কাফের বা অবিশ্বাসীদের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা এসেছে।
সুরা তওবার শুরুতে আল্লাহ তাআলা কাফেরদের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে সম্পর্কচ্ছেদের ঘোষণা সে সব লোকের প্রতি মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। সুতরাং (হে কাফেররা) তোমরা জমিনে চলাফেরা করো চার মাস, আর জেনে রাখ, তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না, আর নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে অপদস্থ করবেন। (সুরা তওবা: ১, ২)
কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:১৮