বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

দিয়াবাতের গোলে আবাহনীকে হারাল মোহামেডান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগে সোলেমান দিয়াবাতের একমাত্র গোলে আবাহনী লিমিটেডকে ১-০ ব্যবধানে হারিয়েছে সাদা-কালোরা। জয়সূচক গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। এছাড়া খেলার শেষ মিনিটে মোহামেডানের জালে আবাহনী বল জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়।  

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মোহামেডান। শেষ দিকে নিজেদের মেলে ধরতে চেষ্টা করে আবাহনী। তবে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি মারুফুল হকের শিষ্যরা। মোহামেডান খেলেছে চার বিদেশি ফুটবলার নিয়ে। অন্যদিকে আবাহনীতে বিদেশি ফুটবলারই নেই। ফলে চাপ কাটিয়ে উঠতে পারেনি তারা।

ম্যাচের ১২ মিনিটে মোহামেডান এগিয়ে যেতে পারতো। সতীর্থের ক্রসে ইমানুয়েল সানডের প্লেসিং ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। ২০ মিনিটে দিয়াবাতের ক্রসে সানডে লক্ষ্যে ঠিকমতো হেড রাখতে পারেননি। বল অনেক দূর দিয়ে যায়। ৫ মিনিট পর বক্সের বাইরে থেকে মুজাফফরভের জোরালো শট ক্রসবারের অনেক ওপর দিয়ে যায়।

৪০ মিনিটে ইমানুয়েল টনির মধ্যমাঠ থেকে নেওয়া শট গোলকিপার মিতুল মারমা কোনোমতে তালুবন্দি করেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অবশেষে মোহামেডান গোলের দেখা পায়। সতীর্থের ক্রসে ৬ গজের মধ্যে লাফিয়ে উঠে দিয়াবাতে হেডে জাল কাঁপান। এই যাত্রায় মিতুল কিছুই করতে পারেননি। বিরতির পর আবাহনী কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেও সফল হতে পারেনি। তবে মোহামেডানের আক্রমণ থামানো যায়নি।

৪৮ মিনিটে আর্নেস্ট বোয়েটাং ৬ গজের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের শট নিলেও তা ওপর দিয়ে যায়। ব্যবধান বাড়াতে পারেনি মোহামেডান। ৬০ মিনিটে আবাহনীর একজনের শট পোস্টের বাইরে দিয়ে গেলে হতাশ হতে হয় সমর্থকদের। ৭০ মিনিটে মোহামেডানের রহিম উদ্দিনের ওভারহেড কিক পোস্টের পাশ দিয়ে যায়।

৪ মিনিট পর সানডের পাসে দিয়াবাতে দ্বিতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন। বক্সে ঢুকে মালির স্ট্রাইকার শট নিলেও পোস্ট বাধা হয়ে দাঁড়ায়। শেষ দিকে ম্যাচ আরও জমে ওঠে। উত্তেজনা বাড়ায়। আবাহনী গোল শোধে মরিয়া। সুযোগও এসেছিল। যোগ করা সময়ে সুমন রেজার পাসে বক্সের ভেতরে আরমান ফয়সাল আকাশের শট পোস্টের বাইরে দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি আবাহনীর। এরপরও সাদা-কালোদের বক্সে বল ঘোরাফেরা করলেও আবাহনী হার এড়ানোর মতো কিছু করতে পারেনি।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল মোহামেডান। তিন ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট আলফাজ আহমেদের দলের। মোহামেডানের কাছে হেরে ৬ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে নেমে গেল ধানমন্ডির ক্লাব আবাহনী।  দিনের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। তাতে পয়েন্ট টেবিলের তিনে উঠে এল দলটি। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। এক পয়েন্ট বেশি থাকায় দুইয়ে ব্রাদার্স ইউনিয়ন। চারে থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ঝুলিতে আছে আবাহনী ও পুলিশের সমান ৬ পয়েন্ট।  

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit