ডেস্ক নিউজ : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি মৌসুমে উড়ছে মোহামেডান। চ্যাম্পিয়ন কিংসকে হারানোর পর এবার ঢাকা ডার্বিতেও জয় পেয়েছে দলটি। সুলেমান দিয়াবাতের একমাত্র গোলে ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের ১২ মিনিটে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় মোহামেডান। সতীর্থের ক্রসে ইমানুয়েল সানডের প্লেসিং শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর সানডে-মুজাফফরভরা গোলের আরও কিছু ভালো সুযোগ পান, তবে সেসব কাজে লাগাতে পারেননি।
শেষ পর্যন্ত প্রথমার্ধের যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মোহামেডান। সতীর্থের ক্রসে ৬ গজের মধ্যে লাফিয়ে উঠে দিয়াবাতে হেডে জাল কাঁপান। আবাহনী গোলকিপার মিতুল কিছুই করতে পারেননি।
বিরতির পর আবাহনী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও লাভ হয়নি। মোহামেডান সুযোগ পেলেই আবাহনীর বক্সের আশপাশে চলে যাচ্ছিল। এর মধ্যে ৭৪ মিনিটে দ্বিতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন দিয়াবাতে। সানডের পাস ধরে এই স্ট্রাইকার শট নিলেও পোস্ট বাধা হয়ে দাঁড়ায়। প্রথমার্ধে দিয়াবাতের করা গোল শোধ দিতে না পারায় শেষ পর্যন্ত মৌসুমের প্রথম হার নিয়ে মাঠ ছাড়তে হয় আবাহনীকে।
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০২