বিনোদন ডেস্ক : অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের গুঞ্জন ডালপালা মেলেছে বেশ। সম্প্রতি সামাজিকতার খাতিরে তাদের একসঙ্গে দেখা গেলেও দুজনের মধ্যকার দূরত্ব ঘুচে গেছে কিনা তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এর মধ্যেই ঐশ্বরিয়া রাইকে নিয়ে নতুন মন্তব্য করেছেন তার সাবেক প্রেমিক অভিনেতা বিবেক ওবেরয়।
তবে প্রেম এবং দ্রোহের সে অধ্যায় পেছনে ফেলেছেন বিবেক, সেসব ঘটনা থেকে কুড়িয়েছেন মূল্যবান কিছু শিক্ষা। বিবেকের ভাষায়, ‘আমরা কখনো কখনো অস্বাস্থ্যকর সম্পর্কে জড়াই, যেখানে কেউ হয়ত আপনাকে শুধুই ব্যবহার করে কিন্তু শ্রদ্ধা-ভক্তি করে না। এই ধরনের সম্পর্কে তারাই জড়ায়, যারা নিজেদের সামর্থ্য সম্পর্কে জানে না। আপনার তখন মনে হতে পারে যে আমি কোনো কিছুর পরোয়া করি না। আমি তার জন্য জীবন দিতে পারি।
কিন্তু সবার আগে আপনার নিজেকে মূল্য দেওয়া উচিৎ।’যদিও এসময় সরাসরি ঐশ্বরিয়ার নাম নেননি বিবেক, তবে সংশ্লিষ্টদের ধারণা হয়ত সাবেক বিশ্বসুন্দরীর সঙ্গে তার টালমাটাল সম্পর্কের অভিজ্ঞতাই অকপটএ তুলে ধরেছেন এই অভিনেতা।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০