ডেস্ক নিউজ : সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার ও চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর বাড্ডায় দুর্জয় আহম্মেদ নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বুধবার খিলক্ষেত এলাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। ওইদিনই তাকে আদালতে হাজির করা হয়।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মো. রাসেল পারভেজ তাকে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়।
কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:১৮