বিনোদন ডেস্ক : সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে জানা যায়, মাদক আমদানির নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বেডনারস্কা। ৪০ কেজি গাঁজা নিয়ে থাইল্যান্ড থেকে যুক্তরাজ্য আসেন তিনি। এরপর ম্যানচেস্টার এয়ারপোর্টে তল্লাশি শুরু হলে দুটি সুটকেসে প্রায় ২ কোটি ৩৭ লাখ টাকার গাঁজা পান কর্মকর্তারা।
এদিকে বেডনারস্কা দাবি করেন, সুটকেসে মাদক থাকার বিষয়ে তিনি কিছুই জানতেন না। একজন তাকে কিছু ডিজাইনার ঘড়ি এবং কাপড় যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। এরজন্য ১৮ হাজার ইউরো এবং ফ্লাইটের খরচ দেয়ার প্রস্তাব দেন। প্রায় ১৬ হাজার ইউরো ঋণে ডুবে থাকায় এ প্রস্তাবে রাজি হন তিনি।
কর্তব্যরত পুলিশ বলছে, বেডনারস্কা নিজের বহন করা সুটকেসের কোডই জানেন না। এমন পরিস্থিতিতেই তিনি মাদক বহনের অপরাধে এয়ারপোর্টে আটক হন। এ ঘটনায় আদালতের বিচারক জানান, অল্প পরিচিত কাউকে বিশ্বাস করে বেডনারস্কা সুটকেস এক দেশ থেকে অন্যদেশে নিয়ে যাচ্ছিলেন, তা সঠিক নয়। এমন একজনের ওপর বিশ্বাস থাকাটাও এক ধরনের অন্যায়।
মাদক পাচারে সরাসরি যুক্ত থাকায় বেডনারস্কাকে ১৫ দিন পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণের সিদ্ধান্ত দেন আদালত। ২০ মাসের মধ্যে অস্থায়ী সাজাও দেয়া হবে তাকে। ২০২৬ সালের নভেম্বরের মধ্যে আবারও কোনো অপরাধে জড়ালে ২০ মাস জেল খাটার কড়া হুঁশিয়ারিও দিয়েছেন আদালত।
কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৪,/দুপুর ১:০০